নাগরিকদের কাছে পৌরসভার প্রত্যাশা-

* পৌরসভার উপর মালিকানা বোধ জাগ্রত করা এবং পৌরসভাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে অবদান রাখা।

* চারিপাশের সুন্দর পরিবেশ সুন্দর রাখতে ময়লা আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলা।

* নাগরিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে সময়মত পৌরকর পরিশোধ করা এবং অন্যকেও অনুপ্রাণিত করা।

* গৃহ নির্মাণের আগে নকশার অনুমোদন করা এবং নির্মাণ কাজ শুরুর আগে পৌরসভাকে অবহিত করা।

* যত্রতত্র পোস্টার / বিজ্ঞাপন স্থাপন ও লেখনি থেকে বিরত থাকা এবং শহরের সৌন্দর্য বজায় রাখা।

* স্বাস্থ্য সচেতনতায় মা এবং শিশুকে নিয়মিত টিকা দেয়া এবং ৬টি মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করা।

* স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করা এবং স্যানিটেশন কার্যক্রম সফল করা।

* খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া , রোগ ব্যধি থেকে মুক্ত থাকা।

* জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর নাগরিক আধিকার, জন্ম ও মৃত্যু পৌর রেজিস্টারে লিপিবদ্ধ করা।

* পরিবেশের ভারসম্য রক্ষায় ফলজ, বনজ ঔষধ গাছ লাগানো , পরিচর্যা করা ও সবুজ শহর গড়ে তোলা ।

* পানীয় অপচয় রোধ করা, অপচয় রোধে পৌরসভাকে অবহতি করা ।

* শহরের যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে চলা ।

* পৌরসভাকে গতিশীল করতে পৌর কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করা ।

* যেকোন উপায়ে আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলুন।

* অশিক্ষায় অপমান, শিক্ষায় বাড়ায় সম্মান।

* মাদকমুক্ত সমাজ গঠনে সকলের ঔক্যবদ্ধভাবে কাজ করা।

* মা মাটি মানুষের দায়বদ্ধতায় আইন শৃঙ্খলা বজায় রাখা।