Chairman Desk
সুধী নাগরিকবৃন্দ,
বনগাঁর মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে বর্তমান পৌরবোর্ডের দায়িত্বভার গ্রহণ করি । নূন্যতম নাগরিক চাহিদার অনেকক্ষেত্রেরই আমরা তখন অন্যান্য পৌরসভাগুলির তুলনায় অনেক পিছিয়ে । বনগাঁ শহরে তখন একটি উন্নতমানের অডিটোরিয়ামের জন্য শিল্প-সংস্কৃতি জগতের মানুষ সরব । পানীয়জলের সরবরাহ ব্যবস্থা সংস্কার, বৈদ্যুতিক চুল্লী, যানজট সমস্যার সমাধান, স্বাস্থ্যক্ষেত্রে সু- চিকিৎসা ও রোগনির্ণয়ের সুবিধাসহ নানা প্রত্যাশা নিয়ে পুরবাসী আমাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন । নানা প্রতিবন্ধকতাকে জয় করে ঘরে ঘরে উন্নত নাগরিক পরিসেবা পৌঁছে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য ।সেই লক্ষ্যে কতটা সফল হতে পেরেছি তার মূল্যায়নের ভার আপনাদের হাতে । কিন্তু একটি বিষয় আমরা জোরের সাথে বলতে পারি, বিগত চার বছরে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে নগরজীবনে প্রধান চাহিদাগুলিকে চিহ্নিত করে তার সফল রূপায়ণের লক্ষ্যে অগ্রস্র হয়েছি এবং সর্বক্ষেত্রেই আপনাদের অকুন্ঠ সমর্থন পেয়েছি । তাইতো ‘স্বাস্থ্যদীপ’, উদ্যান, অডিটোরিয়াম ,ইলেক্ট্রিক চুল্লী, শরন্য আবাসন, ও বিভিন্ন পার্ক এবং আধুনিক বৈদ্যুতিক আলোসহ পৌর এলাকার সৌন্দর্যায়ন স্বপ্নে থেকে বাস্তবে রূপায়িত ।
সর্বপরি বনগাঁর শ্রদ্ধেয় জাগ্রত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বর্তমান ‘মা-মাটি-মানুষ’-এর সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও নির্দেশকে পাথেয় করে সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে আমরা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আগামী চলার পথ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ।
আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় এই শহরকে উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে আবদ্ধ হই । আর রবীঠাকুরের সেই গান আত্মশক্তিকে জাগ্রত করি –
“শুভ কর্মপথে ধরো নির্ভয় গান।
তব দুর্বল সংশয় হোক অবসান”।
নাগরিকদের কাছে পৌরসভার প্রত্যাশা………Click here
Sri Gopal Seth
Latest News
Read about what’s been going on in our town Bongaon Municipality
View All